উত্তরদিনাজপুর

নির্বাচনের দিন ঘোষণা হতেই জোর কদমে চলছে ভোট প্রস্তুতি

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের দিন ঘণ্ট স্থির হয়েছে। আর দিন ঘোষণা হতেই জোর কদমে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি পর্ব। কমিশনের নির্ধারিত দিন আগামী ১৪ মে। সেদিন সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। হাতে আর সময় নেই। তাই আর দেরি না করে একদিকে যেমন সমস্ত রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে তেমনই ভোট প্রস্তুতিতে পিছিয়ে নেই প্রশাসনের কর্মকর্তারাও। পঞ্চায়েত ভোটের তিন দিন বাকি থাকলেও জেলার রায়গঞ্জে ভোট প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে জেলা প্রশাসন। রায়গঞ্জ বিডিও অফিসে চলছে জোর তৎপরতা। ব্যালোট পেপার থেকে শুরু করে ভোট বাক্স সব কিছুই তৈরি। এখন শুধু সময়ের অপেক্ষা।